নারীর লড়াই জারি আছে, থাকবে
৮ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারীদিবস নিয়ে স্বচ্ছ ধারনা বেশিরভাগ শিক্ষিত নারীর নেই, তাঁরা দীর্ঘ নারীর এই লড়াইয়ের ইতিহাস জানেন না! পরিশ্রম করে তাঁরা এই বিষয়ে জানার চেষ্টা করেননি। বর্তমান সামাজিক পরিস্থিতিতে এই সুদীর্ঘ লড়াইয়ের ইতিহাস চর্চা কোনও দিন থেমে যাবে না।
by তামান্না | 17 March, 2021 | 838 | Tags : history of women's day rights of women Gender inequality india